ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৭ ডিসেম্বর ২০২৫  
সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। একটি অজ্ঞাত দ্রুতগামী যান মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরো পড়ুন:

দুর্ঘটনার পরপর মোটরসাইকেলের দুই আরোহী সুমন (২৫) এবং ইমন (২২) ঘটনাস্থলে মারা যায়। তারা দুজনেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী মো. আশিক মোল্লাকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন নিহতের তথ্য জানান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি বর্তমানে থানায় আছে। 

যে অজ্ঞাত যান মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়