টাঙ্গাইলে যাচাই বাছাইয়ে ১৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মনোনয়ন যাচাই-বাছাই চলছে।
টাঙ্গাইলের ৮টি আসনে ৬৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় যথা নিয়মে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়ন জমা না দেওয়ায় ভোটার তালিকা ত্রুটিপূর্ণসহ নানা কারণে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরাত খান ভাসানী ও স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর আগে শুক্রবার চার আসনের ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যান্য আসনের মনোনয়ন যাচাই বাছাই চলমান রয়েছে।
ঢাকা/কাওছার/এস