ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৬ জানুয়ারি ২০২৬  
দুই ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে ইট ভাটার কিলন ভেঙে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ঢাকা/কাওছার/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়