ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন: দিনাজপুরে প্রস্তুত বিজিবির মোবাইল-স্ট্রাইকিং ফোর্স

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:২০, ১৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন: দিনাজপুরে প্রস্তুত বিজিবির মোবাইল-স্ট্রাইকিং ফোর্স

মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত বিজিবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের চারটি আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (৪২ বিজিবি)।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে দিনাজপুর ৪২ বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। 

আরো পড়ুন:

এরই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দিনাজপুর জেলার চারটি নির্বাচনী আসন দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল), দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এরইমধ্যে ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে ৩১ আগস্ট ২০২৫ হতে ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ছয়টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং ৩০ নভেম্বর ২০২৫ হতে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দুটি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক সতেজকরণ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। 

পাশাপাশি ২৮ ডিসেম্বর ২০২৫ হতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) চলমান রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে একটি রায়োট কন্ট্রোল মহড়াও সফলভাবে পরিচালনা করা হয়।

এছাড়াও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় হতে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা এবং অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। 

দিনাজপুরের চারটি নির্বাচনী আসনের সর্বমোট ৫০৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি বেস ক্যাম্প স্থাপনের স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধ পরিকর। সকল ভোটার যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়