ঢাবির ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ এবং ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিভাগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিভাগীয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আর্থ এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সামসুল ইসলাম মেহেদি, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির সভাপতি অধ্যাপক ড. বদরুল ইমাম শুভেচ্ছা বক্তব্য দেন। বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা ধন্যবাদ জ্ঞাপন করেন। অধ্যাপক ড. সানজিদা মুর্শেদ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে বিভাগের ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেশাজীবীকে সম্মাননা প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পেশাজীবীদের সম্মাননা প্রদানের জন্য বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকে নিয়ে বেঁচে থাকে। সমাজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ককে সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শক্তিশালীকরণ এবং পেশাজীবীদের সঙ্গে একাডেমিয়ার দূরত্ব ঘোচাতে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ঢাকা/সৌরভ/জান্নাত