ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাবনা টেক্সটাইল কলেজে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১১ নভেম্বর ২০২০  
পাবনা টেক্সটাইল কলেজে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’। শিক্ষার্থীদের নোবেল প্রাইজখ্যাত এই প্রতিযোগিতাটির ক্যাম্পাস প্রোগ্রাম চালুর অনুমতি দিয়েছেন কলেজের অধ্যক্ষ।

বুধবার (১১ নভেম্বর) প্রতিযোগিতা আয়োজক কমিটি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সোলাইমান বারী বলেন, ‘আমি সবসময় পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিস কাজগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। আমার শিক্ষার্থীরা হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করবে, এটা আমার জন্য গর্বের বিষয়। আমি এতেও শিক্ষার্থীদের সঙ্গে আছি ও তাদের শুভকামনা জানাচ্ছি।’

প্রতিযোগিতার ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করছেন কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী আল-আমিন। 

তিনি বলেন, ‘হাল্ট প্রাইজ প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ‘ফুড ফর গুড’ সম্পর্কে বিভিন্ন ইনফো সেশন আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংস্থা) ও হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের যৌথ আয়োজন। এটি বিশ্বের শতাধিক দেশে আয়োজিত একটি প্রতিযোগিতা। 

প্রতিযোগিতায় বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার হিসেবে দেওয়া হয়।

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়