ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবি শিক্ষার্থী

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১২ অক্টোবর ২০২৫  
সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবি শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোছা. উম্মে সালমা রাফি মনি। তার বাড়ি রংপুর, তিনি হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী।

তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকার ইবন সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন:

সালমা জানান, তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। তার বাবা গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার শিকার হন। তার বাবার চিকিৎসার জন্য এ পর্যন্ত অনেক টাকা ব্যয় হয়েছে। জরুরি ভিত্তিতে আরো প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা পরিবারটির পক্ষে জোগাড় করা সম্ভব না। ফলে তিনি সমাজের বিত্তবান এবং দানশীল ব্যাক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: হাফিজুর রহমান পিয়াস (সালমার সহপাঠি), বিকাশ/নগদ- ০১৭৫০৪৮৮৩২৭

ব্যাংক হিসাবের নাম- মো. আসাদুজ্জামান নূর (সালমার সহপাঠি), হিসাব নম্বর- ৭০১৭৩২৫৯৫১৯৪০, ডাচ-বাংলা ব্যাংক লি.।

ঢাকা/সাকিব/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়