ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনবিএফআই অবসায়ন বন্ধে গভর্নরকে বিনিয়োগকারীদের স্বারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৫ জানুয়ারি ২০২৬  
এনবিএফআই অবসায়ন বন্ধে গভর্নরকে বিনিয়োগকারীদের স্বারকলিপি

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ (বিপিইউপি) সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এতে তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি ব্যাংক ও বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনতিবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে।

স্মারকলিপিতে বিপিইউপি আরও দাবি করেছে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ফেসভ্যালু ১০ টাকা হারে অথবা নতুন সম্মিলিত ব্যাংকের সমপরিমাণ শেয়ার প্রদান করতে হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে বর্তমান সরকারের সময়কাল শেষ হওয়ার আগে অবসায়ন ও মার্জারের যাবতীয় সিদ্ধান্ত স্থগিত রাখতে হবে।

আরো পড়ুন:

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি কাজী মো. নজরুল, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক, সহ-সভাপতি সরফরাজ হোসেন, আজাদ আহসান বাচ্চু, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য সদস্য ও সাধারণ বিনিয়োগকারীরা। এর আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করা হয়।

পরিষদের প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশগুলো হলো: এক. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং, পুঁজিবাজার ও ইন্সুরেন্স সেক্টরে নির্দিষ্ট সংস্কার ও বিনিয়োগবান্ধব পদক্ষেপের প্রতিশ্রুতি দিতে হবে; দুই. পুঁজিবাজারে একই শেয়ার দিয়ে দৈনিক নিটিং নিষিদ্ধ করতে হবে; তিন. বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদমর্যাদা ও ক্ষমতা সমান করতে হবে; চার. পাঁচটি ব্যাংকের মার্জার ও অবসায়ন সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রাখার পাশাপাশি শেয়ারহোল্ডারদের ন্যায্য সুবিধা দিতে হবে; পাঁচ. পদ্মা বহুমুখী সেতু ও অন্যান্য লাভজনক কোম্পানি দ্রুত পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে; ছয়; কোনো কোম্পানি ৫০ কোটি টাকা ক্যাপিটাল রেইজ করতে চাইলে পুঁজিবাজারের মাধ্যমে করতে হবে; ব্যাংকের ঋণ নেওয়া যাবে না; সাত. কোনো কোম্পানি ফ্রিজ বা কম লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে শেয়ার ফ্রিজ ও বোর্ড পরিবর্তনের ব্যবস্থা করা হবে; আট. বিএসইসির স্বচ্ছতা, আইপিও অনুমোদন ও বাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে শক্তিশালী অ্যাডভাইজারি কমিটি গঠন করতে হবে; নয়. বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ মেধাভিত্তিক সার্চ কমিটির মাধ্যমে করতে হবে; দশ. বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের নতুন ফান্ড বরাদ্দ করতে হবে।

ঢাকা/এনটি/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়