ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ নভেম্বর ২০২১  
ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ দাবি

সংবাদ সম্মেলন

সরকারের নির্দেশনা অমান্য করে করোনাকালে টিউশন ফি আদায়সহ নানা অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি করেছেন অভিভাবকরা।

বুধবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে আনিসুর রহমান আনিস এ দাবি করেন। 

লিখিত বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ২০২০ সালের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আধিদপ্তর টিউশন ফি ছাড়া কোনো ফি ধার্য না করার নির্দেশ দেয়।  ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।  অথচ ২০২১ সালে তিন হাজার টাকা করে সেশন চার্জ আদায় করেছে সরকারি আদেশ অমান্য করে।  তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, দীর্ঘদিন ধরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকের সংবাদ সম্মেলন এ ষড়য্ন্ত্রের অংশ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ সম্পকে জানতে চাইলে তিনি বলেন, এগুলো মিথ্যা ও বানোয়াট।

ইয়ামিন/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়