ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের অভিযোগে মিঠুনপুত্রের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:১০, ১৭ অক্টোবর ২০২০
ধর্ষণের অভিযোগে মিঠুনপুত্রের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি দম্পতির ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ওশিয়ারা থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে মহাক্ষয়ের তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। ২০১৫ সালে বাড়িতে ডেকে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাকে অচেতন করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে মিঠুন পুত্র। এরপর চার বছর তাদের শারীরিক সম্পর্ক হয়। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মহাক্ষয়কে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর পেয়ে মহাক্ষয় বদলে যান। গর্ভপাত করানোর চাপ দেন। এতে রাজি না হলে কিছুদিন যাওয়ার পর তাকে ওষুধ খেতে দেন মহাক্ষয়। সেই ওষুধ খাওয়ার পরই অভিযোগকারীর গর্ভপাত হয়।

আরো পড়ুন:

এই নারী আরো অভিযোগ করেছেন, মহাক্ষয়ের মা যোগিতা বালি বিষয়টি জানতেন। কিন্তু তিনি ছেলের অপরাধ ঢেকে রাখতে চাইছেন। তাকে হুমকি এবং এই মামলা প্রত্যাহার করতে চাপ দেন।

এর আগে ২০১৮ সালে মহাক্ষয়ের বিয়ের সময় এই নারী এফআইআর দায়েরের চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ মামলা দায়ের না করলে তিনি দিল্লির রোহিনী আদালতে এ বিষয়ে আবেদন করেন। এরপর আদালত এই বিষয়ে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মামলা দায়ের হয়।

বাবা মিঠুন চক্রবর্তীর পথ ধরে রুপালি জগতে পা রেখেছেন মহাক্ষয়। কিন্তু অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি। দুই বছর আগে টিভি অভিনেত্রী মাদালশা শর্মাকে বিয়ে করেছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়