ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের অ্যাকশন সিনেমায় শাকিব খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৩ জুলাই ২০২৫  
ফের অ্যাকশন সিনেমায় শাকিব খান

দর্শকনন্দিত চিত্রনায়ক শাকিব খান আবারো অ্যাকশন লুকে রুপালি পর্দায় আসছেন। ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা। নাম ঠিক না হওয়া এ সিনেমার কাজ জোর কদমে চলছে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। 

নাটক, টিভিসি ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে নিজের সৃজনশীল দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবু হায়াত মাহমুদ। প্রথমবারের মতো বড় পর্দায় পরিচালক হিসেবে নাম লেখাচ্ছেন এই বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম দিয়ে। 

আরো পড়ুন:

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান। নতুন এ প্রজেক্ট প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, যার ব্যানারে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন শিরিন সুলতানা। 

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে যুক্ত হয়েছেন জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন। 

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “এটা হবে ফুল অন অ্যাকশন সিনেমা। দর্শক একে বলবে ‘লার্জার দ্যান লাইফ’। বড় পর্দায় দেখার মতোই হবে। আপাতত শুধু শাকিব ভাইকে চুক্তিবদ্ধ করেছি। সিনেমার নাম ও বাকি অভিনেতা-অভিনেত্রীর তালিকা খুব শিগগির জানানো হবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়