ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৭, ১২ নভেম্বর ২০২৫
জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দ

গোবিন্দ

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দকে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়িতে জ্ঞান হারিয়ে পড়েন এই অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।  

গোবিন্দর আইনজীবী ও বন্ধু ললিত বিন্দাল ইন্ডিয়া টুডে-কে বলেন, “গোবিন্দ কিছুটা বিভ্রান্ত ও অস্বস্তি বোধ করছিলেন। তার সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন রিপোর্ট এবং নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।” 

আরো পড়ুন:

হাসপাতালে ভর্তি করানোর পর গোবিন্দর আর কোনো জটিলতা দেখা যায়েনি। নিউরো বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে বলেও জানান বিন্দাল।

গত বছরের ১ অক্টোবর ভোরে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে তার চিকিৎসা চালিয়ে যান চিকিৎসকরা।

গত বছরের সেই আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার পর গোবিন্দ আবার পেশাগত কাজে ফিরেন। তবে আবারো হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।  

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক গোবিন্দ। ১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন গোবিন্দ। নাচ, কৌতুক, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি দর্শকের মন দাগ কেটেছিল। দীর্ঘ ক্যারিয়ারে ১৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।   

গোবিন্দ অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘আঁখে’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ভাগম ভাগ’, ‘স্বর্গ’, ‘রাজা বাবু’, ‘খুদগর্জ’, ‘পার্টনার’, ‘হিরো নম্বর ওয়ান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ প্রভৃতি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়