ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তৃণমূল এগিয়ে তবে মমতা পিছিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২ মে ২০২১   আপডেট: ১৪:২৮, ২ মে ২০২১
তৃণমূল এগিয়ে তবে মমতা পিছিয়ে!

টানটান উত্তেজনা নন্দীগ্রামে: প্রতিটি রাউন্ডে রীতিমতো ওঠানামা চলছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান উত্তেজনা নন্দীগ্রামে। শুরু থেকে এগিয়ে বিজেপি প্রার্থী সুভেন্দু অধিকারী। তারপরও তৃণমূল শিবির অনেকটাই নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে গণনার শেষে সুভেন্দু এগিয়ে থাকলেও ১ নম্বর ব্লকে এখনও গণনা শুরু হয়নি।  তাই শেষ পর্যন্ত মমতা এগিয়ে যাবেন বলেই মনে করছে নন্দীগ্রামের তৃণমূল শিবির।

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ২৯৪ টির মধ্যে ২০৮ আসনে ভোট গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বড় কোন বিপর্যয় না হলে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে। তবে সমস্যা হলো মমতা ব্যানার্জির আসন নিয়ে। সর্বশেষ ভোট গণনায় নন্দীগ্রামের আসনে মমতা ব্যানার্জি তার বিজেপি প্রতিপক্ষ সুভেন্দু অধিকারীর চেয়ে পিছিয়ে আছেন। তৃতীয় রাউন্ড ভোট গণনা শেষে এই আসনে সুভেন্দু অধিকারী প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে আছেন।  

সোনারপুর দক্ষিণে দ্বিতীয় রাউন্ড শেষে প্রায় ২ হাজার ভোটে তৃণমূল এগিয়ে আছে। ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র।

হুগলি: হুগলিতে পিছিয়ে পড়েছে বিজেপি। চুঁচুড়া বিধানসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেলার সব আসনেই  বিজেপি জিততে পারে বলে দাবি করেছিলেন। কিন্তু ভোট গণনার প্রাথমিক ফলে লকেট নিজেই পিছিয়ে রয়েছেন। জেলার অনেক এগিয়ে থাকা আসনেই বিজেপি ক্রমশ পিছিয়ে পড়ছে।

যে কয়টি আসনে এগিয়ে যারা 

পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু পদুচেরি
দল আসন(২৯২) দল আসন(১২৬) দল আসন(১৪০) দল আসন(২৩৪) দল আসন(৩০)
তৃণমূল ২০৮ বিজেপি ৮১ এলডিএফ  ৮৭ এডিএমকে ১০১ ইউপিএ
বিজেপি ৮০ কংগ্রেস ৪৫ ইউডিএফ ৪৮ ডিএমকে ১৩২ এনডিএ ১১
জোট অন্যান্য বিজেপি অন্যান্য অন্যান্য
অন্যান্য     অন্যান্য        

এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ ৩০টি, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০টি, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি, ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ ও সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪টি আসনে ভোট নেওয়া হয়। তবে দুই প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সপ্তম দফায় ৩৬ আসনের পরিবর্তে ৩৪ আসনে ভোট নেওয়া হয়।

## পশ্চিমবঙ্গে ফের তাহলে তৃণমূল সরকার!

## জরিপে এগিয়ে মমতার তৃণমূল, দাবি ছাড়ছে না মোদির বিজেপি

## পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতায় ফেরার ইঙ্গিত

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ