ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজার ব্যানারে পর্নো তারকা মিয়া খলিফার ছবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৮ আগস্ট ২০২৪  
পূজার ব্যানারে পর্নো তারকা মিয়া খলিফার ছবি

ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরম এলাকায় পূজার ব্যানারে পর্নো তারকা মিয়া খলিফার ছবি ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে,তামিলনাড়ুজুড়ে  দেবী আম্মানের (পার্বতী) পূজা উপলক্ষে ‘আদি’ উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে সাজসজ্জার অংশ হিসেবে কুরুভিমালাইয়ের নাগাথাম্মন এবং সেলিয়াম্মান মন্দিরে ব্যানার ঝোলানো হয়েছিল। এর মধ্যে দেবদেবীসহ মিয়া খলিফার ছবি সম্বলিত একটি ব্যানার মানুষকে হতবাক করে দেয়।

যারা ব্যানারটি তৈরি করেছেন তাদের ছবিও সেখানে দেওয়া ছিল। ব্যানারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ব্যানারটি সরিয়ে দেয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়