ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ফিনল্যান্ডে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৮ মে ২০২৫   আপডেট: ১২:০৮, ১৮ মে ২০২৫
ফিনল্যান্ডে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) ওই দুর্ঘটনা ঘটেছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিশ্চিত করেছে।

রবিবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। 

ফিনল্যান্ড পুলিশ জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ-পশ্চিম ফিনল্যান্ডের ইউরা এয়ারফিল্ডের কাছে টালিন থেকে ছেড়ে আসা দুটি বেসামরিক হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে গেছে।

আরো পড়ুন:

সংঘর্ষের সময় দুটি চার আসন বিশিষ্ট রবিনসন আর৪৪ রেভেন লাইট হেলিকপ্টারে পাঁচজন ছিলেন- একটি হেলিকপ্টারে দুজন এবং অন্যটিতে তিনজন।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সহায়তা ইউনিটের প্রধান মার্গাস সারগলেপ বলেন, “কেউ বেঁচে নেই। ফিনল্যান্ড পুলিশ নিহতদের শনাক্ত করার জন্য কাজ করছে।”

বেশ কয়েকটি এস্তোনিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে এস্তোনিয়ান ব্যবসায়ী ওলেগ সোনাজালগ এবং প্রীত জাগন্ত রয়েছেন। অন্যান্য যাত্রীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়