ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

রাশিয়া-ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ২০ মে ২০২৫   আপডেট: ১১:০০, ২০ মে ২০২৫
রাশিয়া-ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি ও যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করবে। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টা ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনকে ‘খুব ভালোভাবে সম্পন্ন’ হয়েছে বর্ণনা করে বলেছেন, শান্তির জন্য উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনা করা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, দ্বিপাক্ষিক আলোচনার শর্তগুলো ‘দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা করা হবে’। তিনি বলেন, এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়, ‘কারণ তারা এমন একটি আলোচনার বিশদ জানেন যা অন্য কেউ জানে না।’

আরো পড়ুন:

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি ‘ভবিষ্যতের সম্ভাব্য শান্তি চুক্তির স্মারকলিপি’ নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এটি একটি সংজ্ঞায়িত মুহূর্ত’। তিনি রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। 

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপচারিতার পর, জেলেনস্কি ‘পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতির’ জন্য ইউক্রেনের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মস্কো যদি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত না হয়, তাহলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

পুতিনের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের আগে জেলেনস্কি এক বক্তব্যে বলেছিলেন, ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত তার দেশ ছাড়া নেওয়া উচিত নয়। তিনি এগুলোকে ইউক্রেনের ‘নীতিগত বিষয়’ বলে অভিহিত করেন।

জেলেনস্কি জানিয়েছেন, ‘রাশিয়ার স্মারকলিপি’ সম্পর্কে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। তবে তিনি বলেছেন, রাশিয়ানদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়ার পরে ইউক্রেন সে অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি তৈরি করবে। 

পুতিনের সঙ্গে ফোনালাপের পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে একটি যুদ্ধবিরতি এবং আরো গুরুত্বপূর্ণভাবে, যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করবে।” ট্রাম্প আরো জানান, তিনি জেলেনস্কিকে এ বিষয়টি ফোনে জানিয়েছেন, এসময় অন্যান্য বিশ্ব নেতারাও যুক্ত ছিলেন।

পোস্টে ট্রাম্প আরো লিখেন, “শান্তি আলোচনার শর্তগুলো উভয় পক্ষের মধ্যে আলোচনা করা হবে। কারণ ইউক্রেন-রাশিয়া এ বিষয়ে যতটুকু যা জানে, তা অন্য কেউ জানে না।”

এদিকে জেলেনস্কি বলেছেন, “আলোচনা প্রক্রিয়ায় উচ্চস্তরের আমেরিকান ও ইউরোপীয় উভয় প্রতিনিধিদের জড়িত থাকতে হবে। অন্যথায় দ্বিপাক্ষিক আলোচনায় একমাত্র পুতিনই লাভবান হবেন।”

পরবর্তীতে হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প জানান, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতা থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না। তবে তার কাছে একটি রেড লাইন রয়েছে যে, কখন সরে আসতে হবে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ট্রাম্প বারবার সতর্ক করে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে আসবে কারণ তিনি মস্কো ও কিয়েভ উভয় পক্ষের শান্তির পথে কোনো অগ্রগতি না হওয়ায় ক্রমশ হতাশ হয়ে পড়ছেন।

রাশিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট কী বিশ্বাস করেন জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন পুতিন যুদ্ধে যথেষ্ট ভুগছেন এবং চান এটির অবসান হোক।

এদিকে, পুতিন ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপকে ‘অকপট, তথ্যবহুল ও গঠনমূলক’ বলে অভিহিত করেছেন। তিনি যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও বলেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমরা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছি যে, রাশিয়া ভবিষ্যতে সম্ভাব্য শান্তিচুক্তির জন্য একটি স্মারকলিপি প্রদান করবে এবং ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

পুতিন আরো বলেন, “এটি ‘বহুবিধ অবস্থান’ সংজ্ঞায়িত করবে, যার মধ্যে রয়েছে সমঝোতার নীতিমালা এবং সম্ভাব্য শান্তিচুক্তি সম্পাদনের সময়সীমা... প্রাসঙ্গিক চুক্তিতে পৌঁছালে একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্ভাব্য যুদ্ধবিরতি সহ।”

চলতি মাসের শুরুতে পুতিন তুরস্কে জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য মুখোমুখি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর নতুন পোপ ভ্যাটিকানকে সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবে প্রস্তাব করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে লিপ্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে মার্কিন হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়