সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রী কম
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রথম দিনে যাত্রী সংখ্যা কম সদরঘাটে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের ভোলা, বরিশাল, ঝালকাঠি ও বিভিন্ন জেলা থেকে সদরঘাটে লঞ্চ এসেছে। তবে যাত্রীদের উপস্থিতি কম থাকায় বিভিন্ন রুটে এখন পর্যন্ত সদরঘাট থেকে ৯টি লঞ্চ ছেড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী সংকটে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চগুলো। নিরাপত্তার বিষয় মাথায় রেখে টার্মিনালে প্রবেশে তল্লাশি করছে পুলিশ।
এমভি ঈগল-৪ এর করণিক সোহেল রানা বলেন, লঞ্চ চলাচল করছে। তবে যাত্রীর উপস্থিতি অনেক কম। তাই দেরিতে লঞ্চ ছাড়তে হচ্ছে।
এনভি টিপু লঞ্চের স্টাফ মাজহার বলেন, সকালে লঞ্চ এসেছে। কিন্তু যাত্রী কম ছিল। অবরোধের কারণে যাত্রীরা ঢাকায় আসছেন না।
বিআইডব্লিউটিএ এর যুগ্মপরিচালক ইসমাইল হোসেন বলেন, আজ অবরোধ হলেও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৮টি লঞ্চ ঘাটে এসেছে এবং ৯টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী কম থাকায় কম লঞ্চ ছেড়ে গেছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দায়িত্ব পালন করছে। সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি চালানো হচ্ছে। সকাল থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
মেহেদী/ইভা
- ১০ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ১ বছর আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ১ বছর আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ১ বছর আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ২ বছর আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ২ বছর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২ বছর আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ২ বছর আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ২ বছর আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ২ বছর আগে সাভারে বাসে আগুন
- ২ বছর আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ২ বছর আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ২ বছর আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ২ বছর আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ২ বছর আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০