আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি
‘একদফা’ দাবিতে আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করেছে বিএনপি। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। ২৮ অক্টোবর মহাসমাবেশের পর এ নিয়ে নবম দফায় অবরোধের ডাক দিলো দলটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা। পরবর্তীতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো।
পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় তারা। এরপর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ফের ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো। পরবর্তীতে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় ওই অবরোধ কর্মসূচি। এরপর আবারও একদিন বিরতি দিয়ে ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি ও সমমনা দলগুলো।
মেয়া/এনএইচ
- ১০ মাস আগে ৭ ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
- ১১ মাস আগে বগুড়ায় যুবদলের ৩ কর্মী গ্রেপ্তার
- ১১ মাস আগে আ. লীগের ডামি নির্বাচন বিশ্ব প্রত্যাখান করেছে: রিজভী
- ১১ মাস আগে অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির মিছিল
- ১১ মাস আগে বগুড়ায় মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত
- ০ মাস আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ০ মাস আগে অবরোধে চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক
- ০ মাস আগে মানিকনগরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
- ০ মাস আগে রাজশাহী নগর ভবনের সামনে ২ ককটেল নিক্ষেপ
- ০ মাস আগে সাভারে বাসে আগুন
- ০ মাস আগে চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ৩ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
- ০ মাস আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ
- ০ মাস আগে ফেনীতে নাশকতার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
- ০ মাস আগে অবরোধ সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- ০ মাস আগে ফেনীতে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আহত ১০