ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা

মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দে‌শের মঙ্গল ব‌য়ে আনতে পারে না: শামীম

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৪ ডিসেম্বর ২০২৫  
মুক্তিযুদ্ধবিরোধী শক্তি দে‌শের মঙ্গল ব‌য়ে আনতে পারে না: শামীম

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছে জাতীয় পা‌র্টি (কা‌দের)। 

র‌বিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহ‌রে মিরপু‌রের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে পুস্পস্তবক দি‌য়ে শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধাঞ্জ‌লি জানা‌নো হয়। 

আরো পড়ুন:

এসময় অন্যান্যের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো. হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব  সামসুল হক, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মিজানুর রহমান মিরু, সম্পাদকমণ্ডলীর সদস্য জাকির হোসেন মৃধা, ইন্জিনিয়ার জুবায়ের আহমেদ  উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানোর পর পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “দে‌শের মহান মুক্তিযুদ্ধ তথা ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না।” 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “যদি তোমরা তোমাদের দেশকে ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হবে, একাত্তরকে ভালবাসতে হবে এবং অবশ্যই একাত্তরের চেতনাকে লালন করতে হবে, ধারন করতে হবে। মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি বাংলাদেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারবে না।” 

একটি জাতির বুদ্ধিভিত্তিক সত্ত্বাকে বিনষ্ট করার জন্য আমাদের মহান বিজয়ের মাত্র দুদিন আগে এই তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী তা‌লিকা করে করে আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করেছে। আমরা সেই সব বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধা জানাই; পাশাপাশি আমরা আশা করি, বৈষম্যহীন যে বাংলাদেশের জন্য তারা জীবন দিয়ে গেছেন, অচিরেই তা দূর হোক, অচিরেই একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াক, এটাই আমরা প্রত্যাশা করি,” যোগ করেন শামীম হায়দার।  

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়