গুলশান থানা বিএনপির প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান থানার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান।
মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গুলশান থানা বিএনপির সদস্য সচিব মো. শাহজাহানসহ গুলশান থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আলী/সাইফ