ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোপা ইতালিয়ায় জুভেন্টাস চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২০ মে ২০২১   আপডেট: ০৬:১০, ২০ মে ২০২১
কোপা ইতালিয়ায় জুভেন্টাস চ্যাম্পিয়ন

কোপা ইতালিয়ার ফাইনালে বুধবার রাতে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। এটা ছিল তুরিনের ওল্ড লেডিদের রেকর্ড ১৪তম কোপা ইতালিয়ার শিরোপা জয়। অন্যদিকে কোচ আন্দ্রেয়া পিরলোর প্রথম শিরোপা।

ফাইনালে ৩১ মিনিটের মাথায় লিড নেয় জুভেন্টাস। এ সময় দিয়ান ক্লুসেভেস্কি গোল করে এগিয়ে নেন দলকে। তবে ১০ মিনিটের বেশি এগিয়ে থাকতে পারেনি তারা। ৪১ মিনিটের মাথায় আটালান্টার রুসলান মালিনোভাস্কি গোল করে সমতা ফেরান। আর ১৯৬৩ সালের পর প্রথম কোপা ইতালিয়ার শিরোপা জয়ের লড়াইয়ে টিকিয়ে রাখেন দলকে।

তবে বিরতির পর ৭৩ মিনিটে জুভেন্টাসের ফেদেরিকো চিসে গোল করে আবার এগিয়ে নেন দলকে। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ১৩তম গোল। শেষ পর্যন্ত তার গোলেই জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় শিরোপা জয়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়