ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্সেল-আমাদের সময় ফুটবল বিশ্বকাপ কুইজে পুরস্কার পেলেন ১৮ জন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩  
মার্সেল-আমাদের সময় ফুটবল বিশ্বকাপ কুইজে পুরস্কার পেলেন ১৮ জন

কাতার বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের আনন্দ জুগিয়েছে এক মাস। ‘মার্সেল-আমাদের সময় ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২’ সেই আনন্দ বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৩) বিকেলে ঢাকায় আমাদের সময় পত্রিকাটির নিজস্ব কনফারেন্স কক্ষে এই কুইজের ড্র অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার পেয়েছেন ভাগ্যবান ১৮ জন।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ এবং জর্জি। আমাদের সময় পত্রিকার পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সম্পাদক মঈন আব্দুল্লাহ, প্রধান প্রতিবেদক শাহজাহান আকন্দ শুভ এবং অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. রাশেদুল হাসান।

এছাড়াও মার্সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়ার প্রিন্সিপাল অফিসার মো. পারভেজ, অ্যাসিসটেন্ট প্রিন্সিপাল অফিসার আরজু হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির ক্রীড়া সম্পাদক মাইদুল আলম বাবু।

ড্র অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বলেন, ফুটবল সারা বিশ্বে একটি জনপ্রিয় খেলা। আমরা যখন খেলতাম তখন এদেশে ফুটবলের স্বর্ণযুগ ছিল। এরপর আস্তে আস্তে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে আর পাইপলাইনে ভালো খেলোয়াড় না থাকায় দেশের ফুটবলের জনপ্রিয়তা কমে যায়। কিন্তু মানুষের মাঝে এখনো ফুটবল নিয়ে যে উন্মাদনা আছে তা দেখা যায় বিশ্বকাপের সময়। বিশ্বকাপের সময় প্রতিটি বাসার ছাদে দেখা যায় প্রিয় দলেরর পতাকা। প্রিয় দলের পতাকা বানানো এবং উড়ানো নিয়ে আমাদের দেশে একটা প্রতিযোগিতা শুরু হযে যায়। কিন্তু আমরা অন্য দেশের পতাকা কেনো উড়াব? আশা করি বিশ্বকাপে আমাদের দেশ এক সময় ফুটবল বিশ্বকাপ খেলবে এবং আমরা আমাদের লাল সবুজের পতাকা উড়াব।’

এসময় তিনি এরকম সুন্দর একটি আয়োজনের জন্য মার্সেল- আমাদের সময়কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশে ফুটবল বলতেই উন্মাদনা কাজ করে। সমর্থক, দর্শকদের সেই উন্মাদনায় বাড়তি কিছু যোগ করতেই এই চেষ্টা। মার্সেলের ধারাবাহিক কাজের অংশ কুইজ প্রতিযোগিতা। মার্সেল ও আমাদের সময়ের সুন্দর একটি আয়োজন এটা। এই অজস্র কুপন দেখেই বোঝা যাচ্ছে আয়োজনটিতে আমাদের সময় কতটা সফল। আমরা এই ধরনের কাজে আগেও দৈনিক আমাদের সময়ের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’

ড্র অনুষ্ঠানের ভিডিওটি দেখা যাবে দৈনিক আমাদের সময় ইউটিউব ও ফেইসবুক পেজে। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুতই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারগুলো হস্তান্তর করা হবে।

মার্সেল-আমাদের সময় কুইজের বিজয়ীরা হলেন:
প্রথব পর্ব—
প্রথম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর (২২৩ লিটার): মো. তাইজুল ইসলাম রিপন (সাভার);
দ্বিতীয় পুরস্কার মার্সেল ৩২ ইঞ্চি এলইডি টিভি: মো. সোহেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া);
তৃতীয় পুরস্কার মার্সেল মাইক্রোওয়েভ ওভেন: হালিমা ইসলাম (গোপালগঞ্জ);
চতুর্থ পুরস্কার ৩টি মার্সেল রাইস কুকার: শিবলু (গাজীপুর), সালাউদ্দিন (রাঙ্গামাটি), এরফান আলী (মাগুরা);
পঞ্চম পুরস্কার ৩টি মার্সেল ব্লেন্ডার: খায়রুন্নেসা (তেজগাঁও), জব্বার (মিরপুর), ইয়ামিন (কুমিল্লা)।

দ্বিতীয় পর্ব—
প্রথম পুরস্কার মার্সেল এসি (১.৫ টন): করমজান (মাদারীপুর);
দ্বিতীয় পুরস্কার মার্সেল ৩২ ইঞ্চি এলইডি টিভি: মো. আসাদুল (বরিশাল);
তৃতীয় পুরস্কার মার্সেল মাইক্রোওয়েভ ওভেন: লাকী আজাদ (বাগেরহাট);
চতুর্থ পুরস্কার ৩টি মার্সেল রাইস কুকার: শাকীলা মমতাজ (নোয়াখালী), সিদরাতুল হুমানতা লিরা (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়), সুব্রত সরকার (সুনামগঞ্জ);
পঞ্চম পুরস্কার ৩টি মার্সেল ব্লেন্ডার: নুসরাত (ফেনী), তাওহীদুল ইসলাম (বনানী), সাইফুল ইসলাম শান্ত (জনসংযোগ অফিস, ঢাবি)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়