ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন মৌসুমে দিল্লির অধিনায়ক পন্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২০ মার্চ ২০২৪  
নতুন মৌসুমে দিল্লির অধিনায়ক পন্ত

আইপিএলের নতুন মৌসুম মাঠে গড়াবে আর একদিন পর। তার আগে ভয়াবহ গাড়ী দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ঋষভ পন্তকে মঙ্গলবার রাতে অধিনায়কের দায়িত্ব দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

২০২২ সালের ডিসেম্বরে দুর্ঘটনায় পরার পর থেকে গেল ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন পন্ত। তার অবিশ্বাস্য ফেরাকে রাঙাতেই মূলত পন্তর বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিয়েছে দিল্লি।

আরো পড়ুন:

এ বিষয়ে এক বার্তায় দিল্লি লিখে, ‘আমাদের অধিনায়ক হিসেবে পন্তকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। প্রচণ্ড সাহসিকতা আর ভয়-ডরহীনতা পন্তর ক্রিকেটের বৈশিষ্ট্য। এবং বিস্ময়করভাবে তার সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাটাও এমন।’

দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিনডাল বলেছেন, ‘নতুন মৌসুমে তার নেতৃত্বে আমাদের দল মাঠে নামবে সেটা দেখতে আর তর সইছে না।’

২৩ মার্চ শনিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দিল্লি। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পন্তকে আইপিএল খেলতে ছাড়পত্র দেয়। যদিও বাহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান দিল্লির প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে ছিলেন শুরু থেকেই।

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংও খুশি পন্তকে অধিনায়ক হিসেবে পেয়ে, ‘গেল বছর আমরা তাকে খুব মিস করেছি। পুরো টুর্নামেন্টই তাকে মিস করেছে। পন্ত ফেরায় দলে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তার মুখে সহজাত সেই হাসি লেগে থাকে। অনুশীলনে খুব ভালোভাবে বল হিট করতে পারছে। আমার মনে হয় যেকোনো সময়ের চেয়ে সেরাভাবে।’

গেল আসরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তার নেতৃত্বে ১৪ ম্যাচের ৯টিতে হেরে ও মাত্র ৫টিতে জিতে ১০ দলের মধ্যে নবম স্থানে ছিল দিল্লি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়