ইমাদ-আমিরের অবসর, প্রতিক্রিয়ায় যা জানাল পিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। শুক্রবার (১৩ ডিসেম্বর) ইমাদের ঘোষণার একদিন পর শনিবার (১৪ ডিসেম্বর) অবসরের ঘোষণা দেন আমির। এই দুই ক্রিকেটারের বিদায়ে শুভকামনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে পিসিবির ভাষ্য, “অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও বাঁহাতি পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারা দুজনই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছে। ”
“পাকিস্তান ক্রিকেটকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পিসিবি ইমাদ ও আমিরের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই।”- চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে আরো যোগ করে পিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে পাকিস্তানের হয়ে খেলেছিলেন এই দুজন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হওয়া সেই আসরে ব্যাটে-বলে তেমন আলো ছড়াতে পারেননি ইমাদ। ইমাদ ১৪.৬৬ গড়ে ২ ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট, সঙ্গে করেছিলেন ১৯ রান।
আমির অবশ্য আসরে পাকিস্তানের সেরা বোলার ছিলেন। চার ম্যাচে ১০.২৮ গড়ে নিয়েছিলেন ৭ উইকেট। যদিও পাকিস্তান নানান সমীকরণের ফাঁদে আটকে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়। যেখানে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও হার মানতে হয়।
২০০৯ সালে অভিষেকের পর মোহাম্মদ জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন আমির। নিয়েছেন ২৭১টি উইকেট। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। সেই আসরে তার বড় অবদান। ফাইনালে ১৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেগুলো আবার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের।
ইমাদ তার বোলিং অ্যাকুরেসি ও পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি পাকিস্তানের ২০১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১৬ ও ২০২১ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেরও সদস্য ছিলেন। ২০১৭ সালে জিতেছিলেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া ২০০৮ যুব বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।
২০১৫ সাল থেকে সিনিয়র ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে তিনি কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছেন। সবশেষ তিনি চলতি বছরের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন টি-টোয়েন্টি। আর সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২০ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে।
ঢাকা/বিজয়