মালান-হৃদয়ের ব্যাটে রংপুরের বড় সংগ্রহ
প্লে’অফ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটাসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। দুপুরে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে রংপুর আগে ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। জিতে প্লে’অফের আশা বাঁচিয়ে রাখতে ঢাকাকে করতে হবে ১৮২ রান।
ব্যাট করতে নেমে মালান ও হৃদয় ১৪ ওভারে তোলেন ১২৬ রান। এই রানে মালান ফিরেন ৪৯ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে। ১৫৯ রানের মাথায় আউট হন হৃদয়ও। তিনি ৪৬ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬২ রান করেন। এরপর কাইল মেয়ার্সের ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় করা ২৪ ও খুশদীল শাহর অপরাজিত ৫ রানে ভর করে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর।
বল হাতে ঢাকার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মারুফ মৃধা।
৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে রংপুর রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ঢাকা আছে পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল