ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সপ্তদশী রাজকুমারীকে কতটা জানেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২১ নভেম্বর ২০২৫  
সপ্তদশী রাজকুমারীকে কতটা জানেন?

আমিরা ওয়ার্দাতুল বলকিয়াহ। তার বয়স মাত্র ১৭ বছর। অষ্টাদশী হওয়ার আগেই প্রাসাদ, ব্যক্তিগত বিমান, একাধিক বিলাসবহুল গাড়ির মালিক তিনি। মনোমুগ্ধকর, মার্জিত, রাজকীয় জীবনযাপনের জন্য বিশ্ববাসীর নজর কেড়েছেন। বলছি, ব্রুনাইয়ের রাজকুমারীর কথা। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহের কনিষ্ঠ কন্যা। সুলতান হাসানালের তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের কন্যা আমিরা।

মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় টিভি সঞ্চালক এবং সাংবাদিক ছিলেন আজরিনাজ। ২০০৫ সালে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালে ২৮ জানুয়ারি ব্রুনাইয়ে জন্মগ্রহণ করেন আমিরা। ২০১০ সালে সুলতান হাসানালের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে আজরিনাজের। সুলতানের ১২ সন্তানের মধ্যে আমিরা সবার ছোট। 

 

ব্রুনাইয়ের সুলতান পৃথিবীর সবচেয়ে ধনী শাসকদের অন্যতম। তার আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ৩ হাজার কোটি ডলার। সুলতান হাসানালের সম্পত্তি বৃদ্ধির অন্যতম কারণ ব্রুনাইয়ের হাতে থাকা তেলের ভাণ্ডার। বাবার বিলাসবহুল জীবনযাপনের ছাপ আমিরার জীবনেও পড়েছে। রাজকীয় পরিবেশে মানুষ হওয়া আমিরার কাছে বিলাসভোগের সবকিছুই রয়েছে।

 

আমিরার মা আজরিনাজ ছিলেন ডাকসাইটের সুন্দরী। সেই সৌন্দর্যও প্রতিফলিত হয়েছে আমিরার মধ্যে। অভিব্যক্তিপূর্ণ চোখ, লম্বা কালো চুল এবং উজ্জ্বল হাসির মাধ্যমে সমাজিক যোগাযোগেরমাধ্যমে লাখ লাখ মানুষের মন জয় করেছে। আমিরার টিকটক ভিডিওগুলো প্রায়ই ভাইরাল হয়। ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে আমিরার অসংখ্য ফ্যান পেজ রয়েছে। তার বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি পোস্ট করা হয়ে থাকে।

 

ফ্যাশন, ভ্রমণ থেকে পশুপ্রেম—বিভিন্ন বিষয়ে আমিরার আগ্রহ রয়েছে। তার ডিজাইনার গাউন, হীরার গহনা এবং অলঙ্কার সজ্জিত পোশাক তাকে ব্রুনাইয়ের অন্যতম স্টাইল আইকনেও পরিণত করেছে। গ্ল্যামারের বাইরে শিক্ষার প্রতিও নিবেদিতপ্রাণ আমিরা। ব্রিটিশ পাঠ্যক্রম অনুসরণকারী ব্রুনাইয়ের অন্যতম অভিজাত প্রতিষ্ঠান জেরুডং ইন্টারন্যাশনালের ছাত্রী আমিরা। এখন স্কুলের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে।

 

শিক্ষার পাশাপাশি নৃত্য এবং শিল্পকলাতেও পারদর্শী আমিরা। দানধ্যান, সমাজসেবামূলক উদ্যোগের জন্য প্রায়ই খবরের শিরোনাম হন এই রাজকুমারী। সুলতান হাসানালের রাজপ্রাসাদ ‘ইস্তানা নুরুল ইমান’ এর খ্যাতি জগৎ জোড়া। প্রাসাদটি ব্রুনাই নদীর তীরে অবস্থিত, দেশের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কাছে। 

 

‘ইস্তানা নুরুল ইমান’ ২০ লাখ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। প্রাসাদের চূড়া বাঁধানো ২২ ক্যারেট সোনা দিয়ে। পাশাপাশি কিছু সামগ্রীও সোনার তৈরি। প্রাসাদে ১ হাজার ৭৮৮টি ঘর রয়েছে। শৌচালয়ই রয়েছে ২৫৭টি। জানা যায়, ‘ইস্তানা নুরুল ইমান’ চত্বরের মধ্যে আমিরার নিজস্ব ব্যক্তিগত প্রাসাদ রয়েছে। সুইমিং পুল থেকে শুরু করে মিনি সিনেমা হল, স্পা—সবই রয়েছে প্রাসাদটির অন্দরে। দাদা তথা ব্রুনাইয়ের রাজকুমার আবদুল ওয়াকিলের সঙ্গে ওই প্রাসাদে থাকে আমিরা।

 

সুলতানের সংগ্রহে থাকা রোলস রয়েস, বুগাটি, ফেরারিসহ ৭ হাজার বিলাসবহুল গাড়ির মধ্যে বেশ কয়েকটি গাড়ি আমিরার নামে। একটি ব্যক্তিগত বিমানও রয়েছে তার। সেই বিমানে চেপেই বিদেশ ভ্রমণ করে আমিরা। শেষ জন্মদিনে সুলতান বাবার কাছ থেকে একটি ঘোড়া উপহার পেয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিল আমিরা। কারণ, এটি সাধারণ কোনো ঘোড়া ছিল না, হীরাখচিত পোশাকে সজ্জিত ছিল চতুষ্পদটি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়