ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

মালদ্বীপের ইমিগ্রেশনে ৩৯ অভিবাসী গ্রেপ্তার

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৭ অক্টোবর ২০২৪  
মালদ্বীপের ইমিগ্রেশনে ৩৯ অভিবাসী গ্রেপ্তার

মালদ্বীপের অবৈধ বসবাস ও ব্যবসার অভিযোগে ৩৯ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন দেশের কতজন তা জানা যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম অভিবাসন বিভাগের বরাদ দিয়ে জানিয়েছে, মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিসের ২০ জন কর্মকর্তা ও নয় জন পুলিশ কর্মকর্তা এই অভিযানে অংশ নেন।

মালদ্বীপের ইমিগ্রেশন নিয়ন্ত্রক জেনারেল মোহাম্মদ শামআন ওয়াহেদ বলেছেন, মালদ্বীপের আইল্যান্ডগুলোতে  অবৈধ অভিবাসীদের বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়। 

কে.  গুরাইধু আইল্যান্ডে ৪২টি স্থানে তল্লাশি চালানো হয় এবং ১০৬ জন বিদেশিকে চেক করা হয়। ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও নাইজেরিয়ার বাসিন্দা রয়েছেন। 

তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের এক বছরের মধ্যে ৪,৩৬১ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে কোন দেশের কতজন অভিবাসী শ্রমিকদের দেশে পাঠিয়েছে তা জানা যায়নি।

হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়