ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাঙামাটি আসনে নির্বাচন করছেন না জাতীয় পার্টির হারুন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৭ ডিসেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩১, ১৮ ডিসেম্বর ২০২৩
রাঙামাটি আসনে নির্বাচন করছেন না জাতীয় পার্টির হারুন

হারুন মাতব্বর

রাঙামাটিতে দ্বাদশ সংসদীয় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর। রোববার (১৭ ডিসেম্বর) রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়।

সহকারী রির্টানিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আজ বিকেল ৪টার আগে জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য তিনি প্রার্থিতা প্রত্যাহারপত্র জমা দিয়েছেন।

রাঙামাটি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা বলেন, ব্যাক্তিগত কারণে হারুন মাতব্বর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে আমাকে জানিয়েছেন।

জাতীয় সংসদের ২৯৯ নম্বর আসন রাঙামাটিতে নির্বাচনী লড়াইয়ে এখনো মাঠে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপঙ্কর তালুকদার, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।

বিজয়/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়