ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

রেমাল মোকাবিলায় রাঙামাটিতে ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত  

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৬ মে ২০২৪   আপডেট: ১৬:২৭, ২৬ মে ২০২৪
রেমাল মোকাবিলায় রাঙামাটিতে ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত  

রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরিসভা অনুষ্ঠিত হয়

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বেমাল মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকায় ২৯টিসহ ১০ উপজেলায় সর্বমোট ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৬ মে) জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে বলা হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছেছ। পাশাপাশি ঘূর্ণিঝড় শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়েছে। 

বৈঠকে জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা, জেলা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক দিদারুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 

বিজয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়