ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
বরগুনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার 

গুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সদরের বাঁশবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র সমন্বয়ক মীর নিলয়ের বাড়িতে হামলা ও সম্প্রতি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে দেশে নৈরাজ্যের সৃষ্টির পাঁয়তারা করার দায়ে বিশেষ ক্ষমতা আইনের এজাহার ভুক্ত আসামি সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়