ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় জুলাই যোদ্ধা বাপ্পিকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৫  
খুলনায় জুলাই যোদ্ধা বাপ্পিকে হত্যার হুমকি

সাজিদুল ইসলাম বাপ্পি

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টা ৫৭ মিনিটে বাপ্পির বাবা লাভলু গাজীকে মোবাইল ফোনে ছেলের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি আজ শনিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং- ৯২৬)।

আরো পড়ুন:

ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ‘‘অজ্ঞাত ব্যক্তি আমার বাবার হোয়াটসআপ নম্বরে ফোন করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা পৌঁছায় দিতে বলেন। অন্যথায় ৭২ ঘণ্টার পর ছেলের লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়৷ আব্বা পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দেননি।’’ 

সাজিদুল ইসলাম বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান৷

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, ‘‘জুলাই যোদ্ধা সাজিদুল ইসলাম বাপ্পির প্রাণনাশের হুমকিদাতার পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’’
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়