ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৩ অক্টোবর ২০২৫  
খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে আটক মো. নাজমুল হাসান মোল্লা

খুলনায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে ডলি বেগম (৪৫) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরের দিকে মহানগরীর লবণচরার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মো. নাজমুল হাসান মোল্লাকে (৫০) আটক করেছে। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, “আজ ভোরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন নাজমুল হাসান মোল্লা। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

আরো পড়ুন:

তিনি বলেন, “পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহের জেরে নাজমুল হাসান মোল্লা তার স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।” 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়