ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাছ খাওয়ায় বিড়ালকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৬, ৭ নভেম্বর ২০২৫
মাছ খাওয়ায় বিড়ালকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

অভিযুক্ত বুলবুলি বেগম

বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। তবে পুলিশ বলছে, ওই নারীকে বিড়াল হত্যার ঘটনায় নয়; অন্য অপরাধে আটক ক‌রে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে।

আটক নারীর নাম বুলবুলি বেগম (২৬)। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা। সম্প্রতি মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালকে গলা কেটে হত্যার পর রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

বিড়াল প্রেমিক একজন সেই ছ‌বি ও ভি‌ডিও সামা‌জিক যোগাযোগমাধ‌্যমে পোস্ট ক‌রেন। এ ঘটনায় বিড়াল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে অভিযুক্ত বুলবুলির বিড়াল হত্যার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, তরকারি থেকে নিয়মিত মাছ-মাংস চুরি করে খাওয়ায় মাঠ থেকে বিড়ালটি ধরে এনে গলা কেটে হত্যা করা হয়।

বিষয়টি নজরে আসে প্রাণী অধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ৫ নভেম্বর অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেন।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘বিড়াল হত্যার ঘটনায় ওই নারীকে আটক করা হয়নি।’’

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে তার মানসিক সমস্যা রয়েছে বলে মনে হ‌য়ে‌ছে। প্রতিবেশীদের সঙ্গে তার ঝামেলা লেগেই থাকত। আজও এলাকাবাসীর সঙ্গে তার ঝামেলার সৃষ্টি হ‌য়ে‌ছি‌ল। ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সে সময় বুলবুলি বেগম ব‌টি নি‌য়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছিলেন। কোনো অপরাধ যেন না ঘটায় তাই তা‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হয়। প‌রে ১৫১ ধারায় তাকে আদালতে চালান করা হয়।’’

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়