ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেললাইনে এ নাশকতা করা হয়।
এর ফলে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি সেখানে ছুটে যান। তবে, এর মধ্যেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
ঢাকা/পলাশ/রফিক