ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৮, ১৫ নভেম্বর ২০২৫
সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ঘটনাস্থলে পুলিশম মোতায়েন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহতসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জমি নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর। 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, “জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ঢাকা/পলাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়