ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘লকডাউন’ ঘিরে গোপালগঞ্জে পৃথক মামলায় আসামি ৩৬৭

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৩, ১৫ নভেম্বর ২০২৫
‘লকডাউন’ ঘিরে গোপালগঞ্জে পৃথক মামলায় আসামি ৩৬৭

ফাইল ফটো

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অনলাইনে ডাকা গত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জে পৃথক মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২৮৫ জনসহ মোট ৩৬৭ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এই দুই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ও কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বালা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ দুটি মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘‘১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জন অজ্ঞাতনামাসহ ৩১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’’

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘‘কোটালীপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জন অজ্ঞাতনামাসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়