ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৬ নভেম্বর ২০২৫  
পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ

পঞ্চগড়-২ আসনে নির্বাচন করতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী এস. এম আসাদুল্লাহ (শিশির আসাদ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করছেন এস. এম আসাদুল্লাহ (শিশির আসাদ)। তিনি দলটির বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী।

 

আরো পড়ুন:

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিশির আসাদ। এ সময় তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

শিশির আসাদ বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসেরপাড়া এলাকার মাওলানা নুরুল ইসলামের ছেলে।

শিশির আসাদ নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। 

ছাত্রজীবন থেকেই শিশির আসাদ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ধরে পঞ্চগড়-২ আসনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে কাজ করছেন তিনি।

শিশির আসাদ বলেন, ‍“বোদা ও দেবীগঞ্জের মানুষের পাশে থাকাকে দায়িত্ব মনে করে রাজনীতিতে জড়িয়েছি। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা আমাদের নির্বাচনী এলাকাকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করব।”

ঢাকা/নাঈম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়