ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখাউড়া দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৩, ২০ নভেম্বর ২০২৫
আখাউড়া দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ

অনলাইন সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া বলেন, ‘‘মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়। গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট ম্যানুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু, অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।’’

তিনি আরো বলেন, ‘‘বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নিই। তখন মৎস্য অফিসের মাধ্যমে সার্টিফিকেট আনতে গেলে বিষয়টি জানাজানি হয়। এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নানা প্রক্রিয়া শেষে বুধবার ভারতে মাছ পাঠানো হয়। তবে, বৃহস্পতিবার থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। এ অবস্থায় আমরা মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়