ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৬, ২৭ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল, শিহাব ও সাজু মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘‘আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন সংঘর্ষ জড়ায়। এ সময় গুলি ছুঁড়লে উভয় পক্ষের তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’’

তিনি আরো বলেন, ‘‘এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়