ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ২ ডিসেম্বর ২০২৫  
সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে আটক ২

গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন—গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মো. মনিরুল শেখ এবং একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করে যৌথ বাহিনীর একটি দল। তারা কিছুদিন ধরে সাংবাদিক পরিচয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে চাঁদা আদায় করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে তাদেরকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেছেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। 

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়