ফরিদপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ওই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে একটি কাপড়ের পোটলা উদ্ধার করে। স্কচটেপ দিয়ে মোড়ানো ওই পোটলার মধ্যে ছিল ৭.৫ এমএমের একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। এছাড়া পাশে পড়ে থাকা একটি ভেতর থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, ‘‘পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার অস্ত্র, গুলি ও ককটেল সেনাবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তামিম/রাজীব