ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে বাল্যবিবাহ রুখে দিল প্রশাসন, কনের বাবার কারাদণ্ড

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৬ জানুয়ারি ২০২৬  
কালীগঞ্জে বাল্যবিবাহ রুখে দিল প্রশাসন, কনের বাবার কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কনের বাবাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। 

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মোল্লা, যিনি তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিমা বলেন, বাল্যবিবাহ গুরুতর অপরাধ। কিশোরী মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক বার্তা দেবে এবং সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়