সরকার জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে: ইউজিসি চেয়ারম্যান
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

অনশনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। ছবি: লিমন ইসলাম
রাজধানীর কাকরাইলে অনশনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, ‘‘সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছে।’’
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘোষণা দেন তিনি।
একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার ৩টি বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে।’’
‘‘সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে পরিচালন বাজেট বাড়ানো, অস্থায়ীভাবে হলের ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ দ্রুত সম্পন্ন।”- যোগ করেন তিনি।
পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করানো হয়। এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম ফায়েজ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেল থেকে অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে, প্রায় ৫০ ঘণ্টা ধরে ওই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
জবি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙানো হয়
সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে।”
ঢাকা/লিমন/সাইফ