হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব ড. একেএম তাজকির-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আগামী ২২ নভেম্বর বিকেলে হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এদিকে, সমাবর্তনে যোগ দিতে শিক্ষা উপদেষ্টার সম্মতি দেওয়ার খবরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উল্লাস বইছে। তারা একটি সুন্দর সমাবর্তন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
প্রায় ৯ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সমাবর্তন অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছেন।
সমাবর্তন সাফল করতে ইতোমধ্যে মূল কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা/সাকিব/মেহেদী