ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজারে নারীদের নতুন ব্র্যান্ড ‘পুষ্পিতা ব্যাগ’

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:২৯, ২ অক্টোবর ২০২৩
বাজারে নারীদের নতুন ব্র্যান্ড ‘পুষ্পিতা ব্যাগ’

ব্যাগ প্রতিটি নারীর প্রয়োজনীয় অনুষঙ্গ। নারীরা বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে নতুন ডিজাইনের ব্যাগ নির্বাচন করে থাকেন। সঠিক সময়ে নির্দিষ্ট ব্যাগ নির্বাচন করা অনেকসময় দুরূহ হলেও, সেই কষ্ট লাগবে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড ‘পুষ্পিতা’। আধুনিক ও মানসম্মত পুষ্পিতা ব্যাগগুলো টেকসই ও দীর্ঘস্থায়ী। 

বিভিন্ন ধরনের পুষ্পিতা ব্যাগের মধ্যে বাজারে রয়েছে সাইড ব্যাগ, ট্রাভেল ব্যাগ, পার্স, পার্টি ব্যাগ। গ্রাহকের পছন্দ অনুযায়ী ব্যাগগুলো বিভিন্ন রং, আকার ও আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। 

‘পুষ্পিতা ব্যাগ’র প্রতিষ্ঠাতা আবদুর রহমান আল ফারুকী বলেন, ‘প্রত্যেকেরই তাদের শৈলীর পরিপূরক একটি মানসম্মত ব্যাগ রাখা উচিত। আমরা মানের সঙ্গে আপস না করে গ্রাহকদের সাধ্যের মধ্যে মূল্য অফার করি। আমরা নিয়মিত প্রচার ও বিশেষ অফারগুলোতে আরও বেশি সাশ্রয়ী করতে চালাই’।

তিনি দাবি করেন, পুষ্পিতা ব্যাগ উচ্চ মানের এবং আধুনিক আমদানি করা মহিলা ব্যাগের অনলাইন স্টোর। তারা প্রতিটি গ্রাহকের পছন্দ পূরণে ব্যাগের ধরন, ডিজাইন ও রঙের অনন্য পরিসর নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়