সাউথইস্ট ব্যাংকের ঢাকা জোনের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকা জোনের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন আয়োজন করে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ঢাকা জোনের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম, এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।
সম্মেলনে ঢাকা জোনের সকল এজেন্ট পার্টনার, ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা, ট্যাগড শাখা প্রধান এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৫ সালের এজেন্ট ব্যাংকিংয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য নীতিমালা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
ঢাকা/ইভা