ওয়ালটন হাই-টেকের সঙ্গে এ কে এস খান হেলথকেয়ারের চুক্তি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে এ কে এস খান হেলথকেয়ার লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ওয়ালটন পরিবারের সদস্যরা এবং সারা দেশে ওয়ালটন পণ্যের ক্রেতারা এ কে এস খান ফার্মা থেকে বিশেষ ছাড়ে মানসম্পন্ন ওষুধ ক্রয় করতে পারবেন।
এই উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর, ২০২৫) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এমওইউ সাইনিং সেরেমনি’ শীর্ষক প্রোগ্রামে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এই দুই প্রতিষ্ঠান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, হেড অব অ্যাডমিন কুদরত মোল্লা, এ কে এস খান হেলথকেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামানজার খান ও চিফ বিজনেস অফিসার মোস্তফা কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/মাহফুজ/বকুল