ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমিতাভ বচ্চনের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৭ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৪৩, ৭ আগস্ট ২০২১
অমিতাভ বচ্চনের বাড়িতে নিরাপত্তা জোরদার

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাত ব্যক্তি। তিনি দাবি করেন, শহরের চার জায়গায় বিস্ফোরক রাখা হয়েছে। এগুলো হলো—ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, বাইকুল্লা ও দাদার রেলওয়ে স্টেশন এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলো।

আরো পড়ুন:

খবর পেয়েই স্থানগুলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ ও বোম স্কোয়াড। তবে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। এজন্য উল্লেখিত স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ফোন কলটি কে করেছিলেন তার সন্ধানের চেষ্টা চলছে।

তবে তারকাদের বাড়িতে বোমা আতঙ্ক ছাড়ানোর এমন ঘটনা নতুন নয়। এর আগে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা রজনীকান্ত, বিজয়, অজিত, সুরিয়ার বাড়িতে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দোষীদের গ্রেপ্তারও করে পুলিশ। এদের বেশির ভাগই মানসিক বিকারগ্রস্ত বলে জানা যায়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়