ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরাসি প্রেসিডেন্টকে উপহাস করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২২, ৭ জানুয়ারি ২০২৬
ফরাসি প্রেসিডেন্টকে উপহাস করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপহাস করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ট্রাম্প জানিয়েছেন, কীভাবে তিনি প্যারিসকে আমেরিকায় সমস্ত আমদানিতে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে ফরাসি ওষুধের দাম তিনগুণ বাড়াতে বাধ্য করেছিলেন। 

মঙ্গলবার রিপাবলিকান আইনপ্রণেতাদের ট্রাম্প জানিয়েছেন, তিনি ফরাসি নেতাকে প্রেসক্রিপশন ওষুধের চার্জ বাড়াতে বলেছিলেন। কারণ আমেরিকানরা ফরাসি ভোক্তাদের তুলনায় ‘১৪ গুণ’ বেশি অর্থ প্রদান করছে - এই প্রস্তাবটি ফরাসি প্রেসিডেন্ট প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি তখন একটি আলটিমেটাম জারি করেছিলেন, ফ্রান্সকে হয় মার্কিন দাবিতে রাজি হতে বলা হয়েছিল, নতুবা শ্যাম্পেন এবং ওয়াইন সহ সব ফরাসি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের মুখোমুখি হতে বলা হয়েছিল। শুল্ক হুমকি ম্যাক্রোঁকে মার্কিন দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য করেছিল।

তিনি বলেন, ম্যাক্রোঁ নেতা তাকে বলেছেন, “ডোনাল্ড, তোমার সাথে একটা চুক্তি আছে। আমি আমার প্রেসক্রিপশনের ওষুধের দাম ২০০ শতাংশ বা যাই হোক না কেন বাড়াতে চাই। তুমি যা চাও, ডোনাল্ড, দয়া করে জনগণকে বলো না, আমি তোমাকে অনুরোধ করছি।”

ট্রাম্পের মন্তব্যের পর ম্যাক্রোঁ বা ফরাসি সরকার কেউই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

অন্যান্য দেশের সাথে আলোচনার ব্যাপাারে ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর গড়ে ‘৩ মিনিট ২০ সেকেন্ডের’ মধ্যে বিদেশী নেতারা তাদের ওষুধের দাম চারগুণ করতে সম্মত হয়েছেন।

অন্যান্য বিশ্ব নেতাদের সাথে তার কথিত কথোপকথন সম্পর্কে ট্রাম্প বলেন, “আপনার পছন্দ হলে আমরা আমাদের ওষুধের দাম চারগুণ করতে পেরে সম্মানিত হব।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়