ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলো ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:৩১, ৬ নভেম্বর ২০২৩
অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলো ডিএমপি

পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিএমপি হেডকোয়ার্টারে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করলে ধরিয়ে দিতে হবে।’ 

অগ্নিসন্ত্রাসীদের ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

এ সময় অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার। 

হাবিবুর রহমান বলেন, ‘লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

/মাকসুদ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়